Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০১৩-২০১৪ অর্থ বছরে কোচাশহর ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্ম সূচীর ১ম পর্যায়ের কাজ ২৩ নভেম্বর/২০১৩ হতে শুরু হয়েছে ।
বিস্তারিত

প্রকল্পের সংখ্যা-০৫ টি, শ্রমিকের সংখ্যা-১৬০ জন, দৈনিক মজুরী=২০০/-, কাজের পরিধি ১ম পর্যায়ে ৪০ দিন এবং ২য় পর্যায়ে ৪০ দিন ।

প্রকল্প নং ০১- জগন্নাথপুর কাশেম চেয়ারম্যানের বাড়ী হতে সোহানর বাড়ী ভায়া বাজিতপুর ঈদগাহ মাঠ ভায়া বগুড়ার সীমানা পর্যন্ত রাস্তা সংস্কার ।

প্রকল্প নং ০২- কালিতলা হতে বৈরাগীর বাজারহক সাহেবের বাড়ীর মোড়  ভায়া শাহজাহান মাস্টারের বাড়ী ভায়া চেয়ারম্যানের বাড়ী ভায়া কালি কামারের বাড়ীর পাকা পর্যন্ত রাস্তা সংস্কার ।

প্রকল্প নং ০৩- মাখনের বাড়ীর সামন হতে ভাগকাজী প্রাথমিক বিদ্যালয় হয়ে কাঞ্চিয়ার বাশেঁর ঝাড়ের সামনের ফাঁকা এবং হরিপুর সঃ প্রাঃ বিঃ এর সামন হতে মিয়া পাড়ার ভিতর দিয়ে পাকা পর্যন্ত রাস্তা সংস্কার ।

প্রকল্প নং ০৪- বৈরাগীর বাজার বট গাছের নিকট হতে মহিলা মেম্বর আছিমা আক্তারের বাড়ীর সামন দিয়ে কোচাশহর ইউপি'র সীমানা এবং রতনপুর পুকড়ু নাপিতের বাড়ী হয়ে বগুড়ার সীমানা পর্যন্ত রাস্তা সংস্কার ।

প্রকল্প নং ০১- বনগ্রাম রুইমারী মসজিদ হতে দুদুর বাড়ী হয়ে দেরেছ খলিফার বাড়ীর ভেমটি এবং শামিমার বাড়ী হতে মুন্সী পাড়া হয়ে নয়ারহাট ভায়া নয়া মিয়া সরকারের বাড়ীর সামন দিয়ে ফুলপাড়া পাকার মাথা পর্যন্ত রাস্তা সংস্কার ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
27/11/2013